দেশের বাজারে নিত্যপণ্যে সরবরাহে ঘাটতি নাই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দ্রব্যমূল্য সাধারণ মানুষের আওতায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (১২ মার্চ) অর্থনীতি সংক্রান্ত এক সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, চালের বাজারে স্বস্তি আছে। ভারত থেকে ২-১ দিনের মধ্যেই ৫০ হাজার টন পেঁয়াজ ঢুকবে। চিনির পর্যাপ্ত মজুদ আছে।
এর আগে সোমবার এক সভায় প্রতিমন্ত্রী জানান, দেশের কোনো বাজারে মৌসুমী ব্যবসায়ীদের ব্যবসা করতে দেয়া হবে না। তিনি বলেন, মৌসুমী ব্যবসায়ীদের কারণেই বাড়ছে বিভিন্ন পণ্যের দাম।
প্রতিমন্ত্রী জানান, উৎপাদক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত বাজারকে শৃঙ্খলার মধ্যে আনা হবে। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার।