সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার (৯ মার্চ) ঢাকায় ফিরবেন।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুরে ওবায়দুল কাদের ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
এর আগে গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান ওবায়দুল কাদের। সেখানে ২০১৯ সালের মার্চে তার বাইপাস সার্জারি হয়। এরপর থেকে নিয়মিত তিনি সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান।