আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। শহীদ মিনারের আশেপাশে সাদা পোশাকে থাকবে র্যাবের ইন্টেলিজেন্স।
এছাড়া ডগ স্কোয়াড, সিসিটিভি ক্যামেরা, হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা রাখা হবে নজরদারির মধ্যে।
যেকোনো উষ্কানি নিয়ন্ত্রণে ভার্চুয়াল জগতে র্যাবের সাইবার টিম কাজ করবে উল্লেখ করে খুরশীদ বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারাদেশের সকল অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব।