আশকোনায় হজযাত্রীদের বিক্ষোভ

হজ এজেন্সিগুলোর প্রতারণার প্রতিবাদে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বিক্ষোভ মিছিল করছেন হজযাত্রীরা। শনিবার (২৬ আগস্ট) বেলা ২ টা থেকে ব্যানার নিয়ে এই বিক্ষোভ শুরু করেন তারা।এ সময় প্রতারক হজ এজেন্সি মালিকদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে হজে যাওয়ার নিশ্চয়তা পাওয়ারও দাবি জানিয়েছেন হজ গমনেচ্ছুরা।

আগামী ২৯ আগস্ট শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সেই অনুযায়ী বাকি মাত্র ৩ দিন। এখনও বাংলাদেশ থেকে সৌদি যেতে পারেননি প্রায় ১৬ হাজার হজযাত্রী। তাদের যাওয়াটাও অনিশ্চিত। কারণ, তাদের হজ এজেন্সিগুলো পালিয়েছে। এজেন্সিগুলোর মোবাইল বন্ধ, অফিসেও তালা।

অনেকের ভিসা আছে কিন্তু টিকিট হয়নি। কারও কারও টিকিট থাকলেও ভিসা করেনি এজেন্সি। চুক্তি অনুযায়ী সব টাকা পরিশোধের পরও বহু হজযাত্রীকে ঘুরতে হচ্ছে এজেন্সি ও দালালদের পেছনে। যাদের বিমানের টিকিট কাটা বাকি রয়েছে, তাদের হজে যাওয়া অনিশ্চিত। ইতোমধ্যে হজ অফিসে ৬৪টি হজ এজেন্সির বিরুদ্ধে সুনির্দিষ্ট গাফিলাতি ও প্রতারণার অভিযোগ দাখিল হয়েছে।

এ বিষয়ে শনিবার হজ পরিচালকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। তিনি বলেন, ‘যেসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারা যদি ২ দিনের মধ্যে হজযাত্রী পাঠানোর ব্যবস্থা না নেয়, তাহলে জিডি থেকে মামলা করা হবে।’

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। ৯৫১ জনের পাসপোর্ট শেষ দিনেও জমা না পড়ায় তাদের ভিসা পাওয়ার আর সুযোগ নেই। তাই এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন। এরমধ্যে শুক্রবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ৯ হাজার ৯৬ জন হজযাত্রী। হজ ফ্লাইট সূচি অনুযায়ী, বিমানের শেষ প্রাক্-হজ ফ্লাইট শনিবার। সৌদি এয়ারলাইনসের শেষ প্রাক্-হজ ফ্লাইট আগামী সোমবার। এই সময়ের মধ্যে ভিসা পাওয়া ১৭ হাজার ১৫১ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top