প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে আজ বৃহস্পতিবার জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন।
বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি মিউনিখের স্থানীয় সময় বিকেল ৫টা ১৭ মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছানোর কথা।
সমকালীন ও ভবিষ্যৎ নিরাপত্তায় বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে পরিচিত মিউনিখ নিরাপত্তা সম্মেলন। এবার বসছে এ সম্মেলনের ৬০তম আসর। সম্মেলনে এবার অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার পক্ষ থেকে ফোরামে বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় জোর দেবেন প্রধানমন্ত্রী।
এ সফর নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনের পাশাপাশি এ সফরে প্রধানমন্ত্রী জার্মানির চ্যান্সেলর, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। আলোচনা হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও। প্রধানমন্ত্রী এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে জানাবেন যুদ্ধ বন্ধের আহ্বান। সফরে ভারত ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।