এসএসসি পরীক্ষা চলাকালীন যানজট নিয়ন্ত্রণ রাখতে ১৮ দফার পরিকল্পনা নিয়েছে ট্রাফিক পুলিশ। কেন্দ্রে পৌঁছাতে যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম।
এসএসসি পরীক্ষায় সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে ট্রাফিক পুলিশের সহায়তা নেওয়ার আহবান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমান।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহায়তা দিতে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, কেন্দ্রভিত্তিক রুটগুলোর যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ টিম কাজ করবে ট্রাফিক পুলিশের। এসময় যেকোনো প্রয়োজনে দ্বায়িত্বরত ট্রাফিক পুলিশ অথবা ৯৯৯-এ কল দেওয়ার আহবান জানান এই ট্রাফিক পুলিশ কর্মকর্তা।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এবছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লক্ষ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।