ঢাকায় জাতিসংঘের নতুন দূত

ঢাকায় জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফিনল্যান্ডের নাগরিক মিয়া সেপ্পো। এরইমধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও সেরেছেন। ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়া সেপ্পো ২০১৩ সালের এপ্রিল থেকে পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউএনডিপি’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হিসাবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় ৪ বছর ৫ মাস দেশটিতে জাতিসংঘ মিশন পরিচালিত হয় তার নেতৃত্বে। গত ১৫ই সেপ্টেম্বর তিনি তার মালাউই মিশন সম্পন্ন করেন।

বিশেষ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ কে ফোকাস করে মালাউই সরকারের নতুন জাতীয় উন্নয়ন নীতি-কৌশল গ্রহণে সংস্থাটির দূত হিসাবে সেপ্পোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উল্লেখ্য, জাতিসংঘ দূত হিসাবে দীর্ঘ সময় ঢাকায় দায়িত্ব পালনকারী রবার্ট ওয়ার্টকিন্স গত ২রা নভেম্বর তার মিশন সম্পন্ন করে বিদায় নেন।

বাংলাদেশ সময়ঃ ২৩৫৫ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস