রমজান মাসে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম দামে ডিম, মাছ, মাংস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। নিম্ন আয়ের মানুষ যে সব এলাকায় বেশি, ওই এলাকাগুলোতে ট্রাকে করে পণ্যগুলো বিক্রি করা হবে।
আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, কিছু পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তার কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। সেই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার উপায় নিয়েও কাজ হচ্ছে।
তিনি বলেন, যারা পণ্যের কৃত্রিম সঙ্কট করছে, মানুষের দৈনন্দিন চাহিদার পণ্য নিয়ে যারা অসৎ ব্যবসা করছে তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন। সব পণ্যই উৎপাদন এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক। এরপরও দাম বেশি কেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। মাংস ডিম এবং মাছের মূল্য কেন বেশি, এসব কেন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
গরু-ছাগলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ায় সীমান্ত পথে তা দেশে প্রবেশ কমার ফলে সীমান্তে হত্যা কমেছে বলেও জানান তিনি।