বিজয়ী এমপিদের গেজেট হতে পারে আজ, শপথগ্রহণ বৃহস্পতিবার

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের বিষয়ে আজ মঙ্গলবার গেজেট প্রকাশ করা হবে। আর বিজয়ীরা শপথ নেবেন আগামী বৃহস্পতিবার।

এর আগে রোববার অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। পরে ২৯৮ আসনের ফল প্রকাশিত হয়েছে। যেখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন ও অন্যান্য ৩ জন।

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হবে আজ মঙ্গলবার। আর তাদের শপথ পড়ানো হবে বৃহস্পতিবার।