দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গণভবনে সাক্ষাৎ করবেন তিনি।
আজ রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রেস ব্রিফিংয়ে এসব বলেন কাদের। এসময় তিনি বলেন, বিএনপি নাশকতার ভয় দেখিয়ে জনগণকে ভোটপ্রদান থেকে বিরত রাখতে চাইলেও তা হয়নি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলেও ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন নির্বাচন কমিশনের অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়।
পৃথিবীর কোথাও পারফেক্ট গণতন্ত্র নেই, যারা আমাদের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলে তাদের দেশে কতটা গণতন্ত্র আছে তা দেখা দরকার বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। আগামীকাল বিকাল সাড়ে ৩টায় গণভবনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।