\’ত্রুটিপূর্ণ ভবনের সঙ্গে জড়িত রাজউকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে\’

আগামীকাল সোমবার থেকে রাজধানীর ঝুঁকিপূর্ণ বহুতল ভবনগুলো চিহ্নিত করতে রাজউকের ২৪টি দল কাজ করবে- এমনটি জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ রবিবার দুপুরে, মতিঝিলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক কার্যালয়ে বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজধানীর ভবনগুলোর অবস্থা সম্পর্কে করণীয় ঠিক করতে রাজউকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেষে এ কথা জানান তিনি।

ত্রুটিপূর্ণ ভবন ও এর মালিকদের জনসমক্ষে আনতে রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান গণপূর্তমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, \’ত্রুটিপূর্ণ ভবনের সঙ্গে জড়িত রাজউকের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।\’

একই সঙ্গে, নিয়মের বাইরে কোনো ভবন নির্মাণ হলে শুধু দায় সারা নোটিস নয়, কঠোর ব্যবস্থাও নেয়া হবে। এছাড়া আগামী পহেলা মে থেকে রাজউকের সব কাজ ডিজিটাল পদ্ধতিতে হবে বলেও জানান গণপূর্তমন্ত্রী।

Scroll to Top