নির্বাচনের বিরোধিতাকারী এবং বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ‘ভিসা নীতি’ প্রয়োগের বিষয়ে বাংলাদেশ সফররত দেশটির প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন ঠেকাতে বিএনপির কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তাদের ওপর ‘ভিসা নীতি’ প্রয়োগ করা উচিত বলে মনে করেন তিনি।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছে।