সাবেক রাষ্ট্রপতি প্রয়াত আবদুর রহমান বিশ্বাসকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে গতকাল শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা স্কুল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বরিশাল তাঁর জন্মস্থান। এরপর সকাল সাড়ে ১১টায় ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা, বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে এবং বাদ আসর গুলশান আজাদ মসজিদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে জানান শায়রুল কবির খান।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আবদুর রহমান বিশ্বাস। গতকাল শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বনানীর বাসভবন থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে সেই সংসদ আবদুর রহমান বিশ্বাসকে ১১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। ১৯৯৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।