খেজুরের কাঁচা রস পানে নিষেধাজ্ঞা দিলো আইইডিসিআর

সারাদেশে খেজুরের কাঁচা রস পান করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ রোববার (১০ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় অনলাইনে খেজুরের রস বিক্রি বন্ধেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে বলা হয়েছে।

২০২৩ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের ১০ জনই মারা গেছে বলে জানিয়েছে আইইডিসিআর। মৃত্যুহার ৭১ শতাংশ। গত সাত বছরে ভাইরাসটিতে ৩৩৯ জন আক্রান্তের মধ্যে ২৪০ জনই মারা গেছেন।

বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০০১ সালে, দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মেহেরপুর জেলায়। এরপর ২০০২, ২০০৬ ও ২০১৬ সাল ছাড়া প্রতিবছরই নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে কোনো না কোনো জেলায়। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয় ২০০৪ সালে। ওই বছর ৬৭ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Scroll to Top