মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের (বিডিবি) প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
শুনানি শেষে বের হলে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এবারের বিএনপি নির্বাচনে এলে আরো বেশি উৎসবমুখর পরিবেশে ও কোয়ালিফাইড নির্বাচনটা হতো।
আগামী ৭ই জানুয়ারি নির্বাচন হলেও সরকার বেশিদিন টিকবে না বলা হচ্ছে। আপনি কী মনে করেন? জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন হয়েই যাবে কি না, বিষয়টা এরকম না। নির্বাচন আসলে হয়েই যাচ্ছে, হয়েই যাবে। নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হলো সেটা নির্বাচন হওয়ার পর বলা যাবে।