বাংলাদেশে যুক্তরাষ্ট্র কর্তৃক যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি।
পশ্চিমাবিশ্বের পদক্ষেপের জন্য বাংলাদেশ কোনো আর্থিক সংকটে পড়লে রাশিয়া কীভাবে সাহায্য করবে জানতে চাইলে মনটিটস্কি বলেন, ‘যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আলোচনা করা হবে। আপনার দেশকে সহায়তা করার জন্য রাশিয়ান ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হবে তা নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মনটিটস্কি বলেন, \’আমরা শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের সংস্থাগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দিই।\’
যুক্তরাষ্ট্র বা এটির মিত্ররা কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া বাংলাদেশের জন্য কী করবে সে বিষয়ে রাষ্ট্রদূত বলেন, \’আমি আশা করি এমন কিছু ঘটবে না। আমরা এ ধরনের কোনো নিষেধাজ্ঞার বিষয়ে জানি না। যদি এমনটা ঘটে, তাহলে কী করতে হবে আমরা তা নিয়ে সিদ্ধান্ত নেব।\’
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধির সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, \’এখানে আবারও দ্বিচারিতা (ডাবল স্ট্যান্ডার্ড) স্পষ্ট। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বহুবার বলেছেন যে, তার (জাতিসংঘের প্রতিনিধি) নিরপেক্ষ হওয়া উচিত, কারণ তিনি কেবল মার্কিন বা পশ্চিমা দেশগুলোর জন্য নয়, বিশ্বের সমস্ত দেশের জন্য কাজ করেন।
\’কিন্তু তার বিবৃতিতে কোনো নিরপেক্ষতা নেই। জাতিসংঘের কর্মকর্তাদের বক্তব্যও একই [কথা প্রযোজ্য]। তাদের অনেকেই পশ্চিমা দেশের। তারা যখন জাতিসংঘে কাজ শুরু করেছিলেন, তখন তারা আমেরিকার পাসপোর্ট পেয়েছেন,\’ বলেন তিনি।
রাশিয়ান রাষ্ট্রদূত আরো বলেন, \’তারা আপনার মূল্যবোধ সংরক্ষণ বা রক্ষা করেন না; তারা পশ্চিমা দেশগুলোর তাদের কাছে প্রচারিত মূল্যবোধকে রক্ষা করেন।\’
রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শিক্ষামূলক ও দক্ষ শ্রমিক অভিবাসন, প্রযুক্তি স্থানান্তর, মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক কৌশল, ফিলিস্তিন সংকট এবং অর্থনৈতিক সহযোগিতাসহ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়েও কথা বলেন।