সস্ত্রীক ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ফেরেন।
অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন কলম্বো সফরে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে যান ওয়াশিংটন ডিসি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার কলম্বো থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করে। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।
এর আগে গত ১৬ নভেম্বর হঠাৎ করেই স্ত্রীসহ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। আলোচিত এই মার্কিন রাষ্ট্রদূতের হঠাৎ ওই সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরি ভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন তিনি। যদিও ওই দিনই বিষয়টি সঠিক নয় দাবি করে দূতাবাস সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটন যাচ্ছেন না। শ্রীলঙ্কা হয়ে ঢাকা ফিরবেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী ছুটিতে তিনি শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন।
এরপর ব্যাপক আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীনও। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোথায় আছেন সরকার তা জানে। কারণ, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। তবে পিটার কোথায় গিয়েছিলেন তা প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।