দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হতে আর বাধা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনীত প্রার্থীদের একজন করে ডামি প্রার্থী রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।
দলীয় প্রার্থীদের সাবধান করে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতির সঙ্গে মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎ করতে গেলে এমন নিদের্শনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মনোনয়নপ্রত্যার্শীরা।
শেখ হাসিনা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ হাজার ৩৬২ জন। যে সিদ্ধান্তই চূড়ান্ত হোক, ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মনোনয়ন প্রত্যাশীরা।
সকাল থেকেই গণভবনের ২ নম্বর গেটের রাস্তা ছিল মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। ছিল উৎকন্ঠা ও মনোনয়ন পাওয়ার প্রত্যাশা। মনোনয়ন প্রত্যাশীরা বলেন, ভাগ্যে যাই ঘটুক ঐক্যবদ্ধভাবেই নৌকার বিজয় নিশ্চিতে কাজ করব।