এ মাসের মধ্যেই ঢাকা মহানগরের দখল হওয়া খাল উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, ঢাকার অনেক খাল দখল হয়ে গেছে। যে কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ কামরাঙ্গীর চরের কালু নগর খাল উদ্ধারের মাধ্যমে আমাদের খাল উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চানখাঁরপুলে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেয়র আরও বলেন, আমরা পরিচ্ছন্ন ঢাকা গড়ার জন্য নগরীর প্রতিটি সড়ক মোড়ে মিনি ডাস্টবিন তৈরি করেছি। কিন্তু, অনেক ডাস্টবিন চুরি হয়ে গেছে। কিছু আবার বাহনের ধাক্কায় নষ্ট হয়ে গেছে। যেগুলো চুরি হয়েছে সেগুলো আবার লাগিয়ে দেবো। অনুরোধ করছি, আপনারা রাস্তায় বর্জ্য ফেলবেন না।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ