বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বিজয় সরণিতে নবনির্মিত ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ১০টায় এ ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির আর্থ-সামাজিক মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন বঙ্গবন্ধু। তার স্বপ্ন ছিল প্রতিটি মানুষের ঘর থাকবে, চিকিৎসা ও শিক্ষা পাবে। সেই স্বপ্ন বাস্তবায়নেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। ১৫ বছর ক্ষমতায় থেকে দেশকে বদলে যাওয়া বাংলাদেশে রূপান্তর করা হয়েছে।

এছাড়া প্রাঙ্গণে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধন-দৌলত নয়, শিক্ষাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এ সময় সরকার প্রধান আরও বলেন, বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মর্যাদা পেয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে-এগিয়ে যাবে।

 

Scroll to Top