দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত আগামী রোববারের (৫ নভেম্বরের) পরিবর্তে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলবেন তারা। এর আগে নির্বাচনের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করবে ইসি। বুধবার (১ নভেম্বর) বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে ইসি। সংবিধান অনুযায়ী, গত ১ নভেম্বর সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।