শিগগিরই ওমানের ভিসা খুলে দেওয়ার প্রত্যাশা প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ওমান বাংলাদেশের জন্য যে ভিসা স্থগিত করেছে, তা শিগগিরই খুলে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। ‘ইসলামে নারী’ শিরোনামের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী ৬ থেকে ৮ নভেম্বর সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে সৌদির পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ওই সফরের বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, শ্রমবাজারের সুযোগ অপব্যবহার বন্ধে ওমানের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় বাংলাদেশ। ভবিষ্যতে যারা যাবেন তাদের বৈধতা নিশ্চিতের তাগিদও দেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ওমান দূতাবাসও জানিয়েছে, এ সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক নয়; বরং শ্রমবাজারের স্থিতিশীলতার জন্য নেওয়া সাময়িক পদক্ষেপ। পর্যালোচনার পর ফের চালুর বিষয়েও আশ্বাস দিয়েছে দূতাবাস।

 

Scroll to Top