দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ

আবহাওয়া অধিদফতর বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ হতে ৩০ কি.মি পর্যন্ত ঘূর্ণিবায়ু বিরাজ করছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, শীতকালে সমুদ্রপৃষ্ঠে এ ধরনের ঘূর্ণিবায়ু দেখা যেতে পারে। এই পরিস্থিতিকে সাইক্লোনিক সার্কুলেশন বলা হয়ে থাকে। এটি স্বাভাবিক।

বুধবার (১ নভেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ০১ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ