১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রওনা হন তিনি। আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এরপর ৪ অক্টোবর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছান শেখ হাসিনা।ন্ত্রী শেখ হাসিনা।
লন্ডনে বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাননীম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এরপর হোটেল লবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২ অক্টোবর সোমবার পশ্চিম লন্ডনের একটি বড় হলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে নাগরিক সভা করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিকল্পনা যুক্তরাজ্য আওয়ামী লীগ।