সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্বাধীনতার ঘোষক’ বিতর্ক নিয়ে করা এক ভিডিও পোস্টকে ঘিরে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে বলা হচ্ছিল, ‘শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’।
এদিতে তলবের পর মঙ্গলবার বিকালে পাক হাই কমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্র সচিব কামরুল আহসানের সঙ্গে দেখা করেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। কয়েক দিন আগে পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেইসবুক পেইজ থেকে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে ‘শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’ বলে উল্লেখ করা হয়।
এর পর গেল বৃহস্পতিবার ওই ভিডিওটি ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে শেয়ার করে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে এক পর্যায়ে পেজ থেকে ভিডিওটি সরিয়ে ফেলে পাকিস্তান হাই কমিশন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস