প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া সাক্ষাৎ, হলো যে আলোচনা

সংগৃহীত ছবি

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। এ সময় তিনি আবারও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ নিয়ে উজরা জেয়া নিজেই এক্সে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের একটি সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি।

তিনি আরও লেখেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অংশীদারত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি।