আজ ক্যানসার আক্রান্ত আহসান হাবীব মারা গেছেন

সংগৃহীত ছবি

দুরারোগ্য ক্যানসারের কাছে হার মেনে মারা গেলেন যুগ্ম জেলা জজ আহসান হাবীব (৪০)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ২০২২ সালে ক্যানসার ধরা পড়ে আহসান হাবীব শাহীনের শরীরে। এরপর সিঙ্গাপুর, ভারতেও চলেছে চিকিৎসা।

আহসান হাবীবের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচারক আহসান হাবীব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চতুর্থ ব্যাচের কর্মকর্তা ছিলেন।

তিনি ২০১০ সালের ১৭ জানুয়ারি রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতে সহকারী বিচারক হিসেবে যোগ দেন।

এরপর তিনি ময়মনসিংহে বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট), ঢাকা মহানগর হাকিম ও যশোরে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করনে। সর্বশেষ তিনি ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে (পল্লী বিদ্যুৎ) কর্মরত ছিলেন। আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) করেন। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।