অসুস্থতার কারণে ৯০ দিনের ছুটি নিলেন খন্দকার মোশাররফ

সংগৃহীত ছবি

ফরিদপুর সদর আসনের (ফরিদপুর-৩) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অসুস্থতার কারণে জাতীয় সংসদ থেকে ৯০ দিনের ছুটি নিয়েছেন। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থান করছেন।

মঙ্গলবার সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু কার্যপ্রণালী বিধি অনুযায়ী খন্দকার মোশাররফ হোসেনের ছুটির আবেদনটি পড়ে শোনান। পরে তা হ্যাঁ/না ভোটে দিলে হ্যাঁ ভোট জয়ী হয়।

চিঠিতে খন্দকার মোশাররফ উল্লেখ করেন, তিনি ‘ব্যাক পেইন’, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ব্লাডপ্রেশারসহ নানা রোগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের পরামর্শে দীর্ঘদিন আরও চিকিৎসা প্রয়োজন। এ জন্য ৯ জুলাই থেকে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটির আবেদন করেছেন তিনি।

চিঠিটি পড়ে শোনানোর পর ডেপুটি স্পিকার শামসুল হক বলেন, অতীতে প্রথম, নবম, দশম এবং চলতি একাদশ জাতীয় সংসদেও ছুটির জন্য কয়েকজন সংসদ সদস্য আবেদন করেছিলেন। সংসদ সেগুলো মঞ্জুর করেছিল। তিনি খন্দকার মোশাররফ হোসেনের আবেদন বিবেচনায় নেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করেন। পরে কণ্ঠভোটে তার ছুটির আবেদন মঞ্জুর করে সংসদ।

সর্বশেষ ২০২১ সালের ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেন মোশাররফ। সেটা ছিল একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশন।

সংসদের অনুমতি ছাড়া ৯০ কার্যদিবস কোনো সংসদ সদস্য অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে।