টিআইবি যা বলেছে এর কোনটাই সত্য নয় : আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে (টিআইবি) এর মন্তব্য সম্পর্কে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল বলেছেন, ‘টিআইবি যা বলেছে এর কোনটাই সত্য নয়। সাংবাদিকরা এবং জনগণ ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে সিকিউরিটি আইন রেখে পড়লে তারা বুঝতে পারবে কতটা পরিবর্তন করা হয়েছে। যেখানে উনাদের (টিআইবি) আপত্তি ছিল সেগুলো দূর করা হয়েছে।’

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আজ (৩১ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন চত্বরে দোয়া ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল এ কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ভূইয়া স্বপন প্রমুখ।

হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল বলেন, ‘একজন দুইবার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। যার নির্বাচনে ড. ইউনূস টাকা দিয়েছিলেন উনি এখন ড. ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এটা কিসের সংগ্রাম। বাংলাদেশের মানুষের সঙ্গে সংগ্রাম। এটা আমাদেরকে অপমান করার সামিল। উনি (ড. ইউনূস) যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। কোন উসিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন।’