আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় তার সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (২৮শে আগস্ট) প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি গত ২২ আগস্ট ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান ।
তাছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। এ সময়ে গুরুত্বপূর্ণ একাধিক দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে রবিবার সকালে তিনি দেশে ফেরেন।