জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবির পরিবার ও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ ।
আজ ভোর থেকেই শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। কাজী নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আওয়ামী লীগ আর বিএনপি’র পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দেশের সব অর্জনে অফুরান অনুপ্রেরণার উৎস নজরুল ইসলাম। তাই আজকের দিনে নজরুলের চেতনায় দীক্ষিত হয়ে সব অপশক্তিকে রুখে দেয়ার অঙ্গীকার করেন তিনি।
বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় তিনি আরো বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে নজরুল ইসলাম প্রেরণা যোগান। দেশের এই দুঃসময় অতিক্রম করতে কাজী নজরুলই মানুষকে উদ্দীপ্ত করছে।