জোহানেসবার্গে প্রধানমন্ত্রী পৌঁছেছেন ব্রিকস সম্মেলনে যোগ দিতে

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন। শহরটি ২২ থেকে ২৪ আগস্ট জোটের ১৫ তম সম্মেলনের আয়োজন চলবে।

রাত ৮:৩৫ মিনিটে স্থানীয় সময় (বাংলাদেশ সময় রাত ১২টা ৩৫ মিনিট), প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটটি জোহানেসবার্গের অর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।

বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তাকে বিমানবন্দর থেকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনের প্যালেস অফ রেসিডেন্সে একটি মোটর শোভাযাত্রায় চালিত করা হয়।

“ব্রিকস” নামে পরিচিত একটি আলগা জোট ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দ.আফ্রিকা গ্রুপে যোগদানের পর ২০১০ সালে ব্রিকসের নাম পরিবর্তন করে ‘ব্রিকস’ করা হয়। পশ্চিমের উন্নত অর্থনীতিগুলোকে এই জোটের প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হয়।

শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

২৩শে আগস্ট প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত “বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে” ভাষণ দেবেন। এছাড়াও, তিনি বাংলাদেশ রাষ্ট্রদূত সম্মেলনে যাবেন, যেটি আফ্রিকান দেশগুলিতে বাংলাদেশের কূটনীতিকদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে।

পরে হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্তে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এবং বর্তমান ব্রিকস নেতা আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি “রাষ্ট্রীয় ভোজসভায়” যোগ দেবেন।

ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিকস ফ্রেন্ডস লিডারস ডায়ালগ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ)-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭০টি দেশের অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রী ২৪ আগস্ট ভাষণ দেবেন।

সম্মেলনের প্রান্তে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। প্রধানমন্ত্রী ২৪ আগস্ট সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘এ পর্যন্ত অন্তত ২২টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার আগ্রহ দেখিয়েছে। নতুন সদস্য নিতে পাঁচটি মূল দেশ নিজেদের মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছে। তবে কবে নতুন সদস্যরা যোগদান করবে, তা আমরা জানি না।’

২৬ আগস্ট প্রধানমন্ত্রী জোহানেসবার্গ থেকে ঢাকায় যাবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর, এটি ২৭শে আগস্ট সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।