আজ ভূমি অফিসে সুলতানা জেসমিনের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা

সংগৃহীত ছবি

র‌্যাবের হাতে বন্দি থাকা অবস্থায় নিহত নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের তদন্ত প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার কথা আজ। নির্ধারিত এই দিনে এই প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। সমন্বয় ও সংস্কার বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহমুদুল হোসেন খান জানান, আমরা পূর্ণাঙ্গ একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। আমি আন্তরিকভাবে আশা করি যে আমি আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারব। তিনি আর বিস্তারিত না বলার সিদ্ধান্ত নিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এর নির্দেশে নওগাঁ ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে গত ৩ এপ্রিল আট সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। হাইকোর্ট কমিটি গঠন করে আদেশ দেন। সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের জন্য এর আগে ৫ মার্চ হাইকোর্টে রিট জমা দেন অ্যাটর্নি মনোজ কুমার ভৌমিক। ওই রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ র‌্যাবের হাতে বন্দি থাকা অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যু তদন্তে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন। নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা জজকেও কমিটিতে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর ৩ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ একটি শক্তিশালী কমিটি গঠন করে। কমিটির সভাপতি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ মাহমুদুল হোসেন খান। উপরন্তু, হাইকোর্টের নির্দেশনা অনুসারে কমিটিতে এখন নওগাঁ জেলা ও দায়রা জজ এবং নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, কমিটিতে এখন জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুজন প্রতিনিধি ছাড়াও নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নওগাঁর সিভিল সার্জন রয়েছেন।