চার দিনের বাংলাদেশ সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য। তারা হলেন এড কেস এবং রিচার্ড ম্যাককরমিক। ১২ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে, ডেমোক্র্যাট এড কেস এবং রিপাবলিকান রিচার্ড ম্যাককরমিক বাংলাদেশ সফর করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন। কিন্তু আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা সফরে দুই কংগ্রেস সদস্য আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশে আসার পর দুই কংগ্রেস সদস্য প্রথমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। ১৩ আগস্ট, কংগ্রেসের প্রতিনিধিরা রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের অন্যতম সহযোগী সংস্থা (আরআরআরসি) -এর সাথে দেখা করবেন। দুই কংগ্রেসম্যান পরের দিন আরআরআরসি এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে দেখা করবেন। ঢাকায় পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিবেশ কিছুটা উত্তপ্ত। যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর থেকে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী এবং বিএনপির নানামুখী তৎপরতা বাড়তে শুরু করে। এর অন্তর্বর্তী সময়ের মধ্যে, ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এবং মিশন পর্যবেক্ষক মোতায়েন শুরু করেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিনিধিদলও ঢাকা সফর করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী সমন্বয়কারী রিচার্ড নেফিউ, ৬-৮ আগস্ট পর্যন্ত তিনদিনের জন্য বাংলাদেশ সফর করেন।
বাইডেন প্রশাসন সহ কূটনৈতিক সূত্রে জানা গেছে, কংগ্রেসম্যান সহ বিভিন্ন প্রতিনিধি পাঠানো হচ্ছে। আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে, ভবিষ্যতে এই সফর আগামীতেও হতে পারে।