যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসছেন

সংগৃহীত

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচার্ড ম্যককরমিক ও অ্যাড কেইস রোহিঙ্গা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফর করবেন। তারা রোহিঙ্গাদের নিয়ে যুক্তরাষ্ট্রের একটি উদ্যোগের অংশ হিসেবে এ সফর করবেন।

কংগ্রেসের দুই সদস্য তাদের চার দিনের সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় তহবিল ঘাটতিসহ বিভিন্ন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে তারা বেশ কিছু বিষয়ে আলোচনা করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সংকটই কংগ্রেস সদস্যদের সফরের মূল কারণ। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত সপ্তাহে জাতিসংঘের এক সভায় বলেছেন যে তহবিল স্বল্পতার কারণে রোহিঙ্গাদের দৈনিক খাদ্য বরাদ্দ ৩০ টাকার নিচে নেমে এসেছে। তিনি আরও বলেন, রোহিঙ্গারা সেখানে ভয়াবহ পরিস্থিতির কারণে মিয়ানমারে ফিরতে পারছে না।

রিচার্ড ম্যককরমিক রিপাবলিকান দলের ও অ্যাড কেইস ডেমোক্রেট দলের সদস্য। তারা ঢাকায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে পারেন।