আওয়ামী লীগ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের আঘাত দিতেই ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করত খালেদা জিয়া ।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, “আমি এবং আমার ছোট বোন রেহানা ১৫ আগস্ট বেঁচে গিয়েছিলাম কারণ আমরা বিদেশে ছিলাম। আমাকে ছয় বছর দেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ষড়যন্ত্রের রাজনীতির সূচনা করে। জিয়াউর রহমান নিজেকে ঘোষণা করেছিলেন। দায়িত্বে থাকা।বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরেক মির্জাফর খুনি মোস্তাক কর্তৃক উদ্বোধন করা হয়।খুনীরা বিভিন্ন দূতাবাসে বেতন হিসেবে চাকুরী পায়।তাদেরকে রাজনীতিতে জড়ানোর সুযোগ দেয়া হয়।জিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি এরশাদও নিয়ন্ত্রণ লাভ করেন।
সরকারে যোগদানের পর বঙ্গবন্ধুকন্যার মতে, আওয়ামী লীগ দেশের নাগরিকদের ভবিষ্যৎ গঠনে কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি বাবা-মা ভাইবোন সব হারিয়েছি। ‘৮১ সালে এসে এই দেশের মানুষকেই আপনজন হিসেবে পেয়েছি। তাদের মাঝে হারানো বাবা-মা, ভাইবোনকে খুঁজে পেয়েছি। আমার তো আর কিছু পাওয়ার নেই। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দরিদ্র-অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি এবং নতুন ঘর করে দিচ্ছি।’
সরকারে যোগদানের পর বঙ্গবন্ধুকন্যার মতে, আওয়ামী লীগ দেশের নাগরিকদের ভবিষ্যৎ গঠনে কাজ করছে।
আমার বাবা যাদের সবচেয়ে বেশি ভালোবাসতেন তাদের উপেক্ষা করা উচিত নয়, প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বুধবার ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১ জেলার আরও ১২৩ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়। যার ফলে মোট উপজেলার সংখ্যা হবে ৩৩৪ এবং এই ১২ জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়াল ২১টিতে।