ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৭ সেপ্টেম্বর, ২০০৮-এ, মান্নার পরিবার দেশের রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয়জন চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এবং তাদের মৃত্যুর জন্য তাদের চিকিৎসার ত্রুটির জন্য দায়ী করে।
এখন পর্যন্ত হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। মৃত্যুর ১৩ বছর পরেও এটি এখনও অমীমাংসিত।
রোববার সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মান্নার স্ত্রী শেলী কাদের।
এ সময় তিনি দাবি করেন, ২০০৮ সালে মান্না মারা যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে মামলা করা হয়। এটি একটি অবহেলার ঘটনা। বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। মান্না হত্যার বিচার করতে হবে। ন্যায়বিচার কামনা করছি মান্নার হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি।
অভিনেতা এনায়েত হোসেন শেখ, জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস, মোমেনুজ্জামান, খন্দকার মাহবুব সোহেল, ডা. ফাতেমা এবং ডা. মাইনুল ইসলাম মজুমদারের মধ্যে যারা অভিনেতা মান্নার অসতর্কতার কারণে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে তাদের মধ্যে রয়েছেন।