শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ বিজয়ের বন্দরে পৌঁছে যাবে: কাদের

সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভবিষ্যদ্বাণী করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা দলকে বিজয়ের পথে নিয়ে যাবেন। ৬ আগস্ট রোববার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভায়’ তিনি এ কথা বলেন।

তৃণমূল নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ভয় নেই, শেখ হাসিনা আছেন। আজ বঙ্গবন্ধুকন্যা আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস।

আমরা তার নেতৃত্ব নেব। তার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিজয়ের বন্দরে পৌঁছে যাব। আমরা সকল প্লট উপেক্ষা করে সফলভাবে বন্দরে পৌঁছাব।

এর আগে সকাল সাড়ে ১০টায় দীর্ঘ বৈঠক শুরু হয়।

এতে সভাপতিত্ব দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা বিশেষ বর্ধিত সভায় পরিষদ পার্টির চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সভা মডারেটর সেতুমন্ত্রী কাদের।
এর আগে সকাল সাড়ে ১০টায় দীর্ঘ বৈঠক শুরু হয়।