ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সময় পুলিশ কী নিরাপত্তা দেবে তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান ও ডিআইজি আনোয়ার হোসেনসহ (অপারেশন) অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
আজ সোমবার বেলা ৩টার দিকে ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে বৈঠক করতে যায়। বৈঠকটি ঘণ্টাব্যাপী চলে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত আইজিপি কামরুল আহসান দেশ রূপান্তরকে জানান, ‘আসন্ন নির্বাচনে পুলিশ কী নিরাপত্তা দেবে তা প্রতিনিধি দল জানতে চেয়েছে। বৈঠকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যারা পর্যবেক্ষণে আসবেন অতীতে যেভাবে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবারও সেভাবে তাদের নিরাপত্তা দেওয়া হবে। নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনের অধীনে থাকে পুলিশ, সুতরাং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটবে না।