জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নাম ব্যবহার করে ভুয়া সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ভোক্তা অধিদপ্তর প্রকাশ করেছে।
এতে সংস্থাটি বলছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নাম ব্যবহার করে ভুয়া সংগঠন তৈরি করে কতিপয় অসাধু ব্যক্তি বা অবৈধ সংগঠন ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের অবৈধ সংগঠন থেকে মিথ্যা অভিযোগ তৈরি করে ব্যবসায়ীদের হয়রানি করার উদ্দেশ্যে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন উপায়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবৈধ অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের প্রতারণামূলক/হয়রানিমূলক কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে বদ্ধপরিকর। এ ধরনের অবৈধ সংগঠন/প্রতিষ্ঠান থেকে কোনো পত্র যোগাযোগ বা টেলিফোনিক যোগাযোগে সাড়া না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
একই সঙ্গে অসাধু কোনো ব্যক্তি বা অবৈধ প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে আইনি সহায়তা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো।
প্রয়োজনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়/বিভাগীয় কার্যালয়/জেলা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ এবং এ সংক্রান্ত তথ্য জানাতে অধিদপ্তরের ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন ১৬১২১-এ কল করার জন্য অনুরোধ করা হয়েছে।