বীর মুক্তিযোদ্ধারা ৩ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পাবেন

বীর মুক্তিযোদ্ধারা ৩ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পাবেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিভাগের সচিব - সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সারাদেশে বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসার বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এর ফলে বীর মুক্তিযোদ্ধারা বিশেষ প্রয়োজনে ৩ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পাবে।

আজ সোমবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই সমঝোতা স্বাক্ষর হয়। এর আওতায় বীর মুক্তিযোদ্ধারা আগামী ৫ বছর উপজেলা, জেলা, বিভাগীয় ও বিশেষায়িত সব হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা ও ওষুধ পাবেন বিনামূল্যে।

সমঝোতা স্মারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের উপস্থিতিতে স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

সমঝোতা অনুযায়ী প্রত্যেক মুক্তিযোদ্ধা বছরে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং বিশেষ প্র‍য়োজনে তিন লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পাবেন। তবে এর আগেও গত তিন বছর ধরে সরকারি হাসপাতলে বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসার সুবিধা ছিলো। এবার এই সুবিধা আরও বাড়লো।