এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি তুরস্ক যাচ্ছেন

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি তুরস্ক যাচ্ছেন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

আগামীকাল শনিবার টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ানের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বন্ধুপ্রতিম দেশটির পুনর্নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়। এ কারণেই স্বয়ং প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে।

গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই মো. সাহাবুদ্দিনের প্রথম বিদেশ সফর।

গত ২৮ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান।

২০০৩ সালে তিনি প্রথমবার তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক দশকের বেশি সময় পর ২০১৪ সালের ১০ আগস্ট তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সেই থেকে তিনি দেশটির সর্বোচ্চ পদে আছেন।