জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। তবে, বাজেট বৃহস্পতিবার পেশ করা হবে। বিকেল চারটায় অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে কার্যসূচি। আসছে নির্বাচনের আগে বর্তমান সরকারের এই বাজেটই হবে শেষ বাজেট।
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যয়ের জন্য রাজস্ব আয় থেকে আসবে ৫ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা। ঘাটতি হবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যোগাতে স্থানীয় ও বিদেশি উৎস থেকে নেয়া হবে ঋণ।
সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব পাসের পরেই মূলতবী হয়ে যাবে। চলতি সংসদের সদস্য ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।