শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপরই সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন রাষ্ট্রপতি।
এদিকে আজই বঙ্গভবন ছেড়েছেন বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডের তার নিজের বাড়িতে।
নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিদায়ী রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি নতুন রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন।
বিদায়ী রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে গার্ড অব অনার এবং প্রধান ফটকে স্যালুট গার্ড দেয় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট। সাজানো একটি গাড়ি সাবেক রাষ্ট্রপতিকে বহন করে। বঙ্গভবনের সব কর্মকর্তারা দুই দলে ভাগ হয়ে গাড়ির সামনে দড়ি ধরে দাঁড়ান।
বঙ্গভবনের ভেতরে সব কর্মকর্তা, কর্মচারী ও পিজিআর সদস্যরা ফুলের পাপড়ি ছিটিয়ে আব্দুল হামিদকে বিদায় জানান।