কয়েকদিনের টানা বৃষ্টির পর শীত জানান দিচ্ছে। কার্তিকের শুরুতেই ভোরে কুয়াশা, হালকা শীত এবং রাতে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। পঞ্জিকার হিসাবে ১৬ই অক্টোবর শুরু হয়েছে কার্তিক মাস, অর্থাৎ হেমন্ত কাল। পৌষে শীতের আগমন হবার কথা থাকলেও হেমন্তের শুরুতেই আগমনী বার্তা দিচ্ছে শীত। পঞ্জিকা অনুযায়ী শীতের বাকি এখনো অনেক দিন, কেবল শুরু হেমন্তকাল। অথচ এই হেমন্তের শুরু থেকেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রকৃতিতে পরিবর্তনের শীতের আগমনী বার্তা উঁকি দিচ্ছে। পর্যটন এলাকা ও চায়ের রাজ্যে এরই মধ্যে শীত পড়তে শুরু করেছে। সূর্যের আলোয় দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যা নামতেই শীত অনুভূত হতে শুরু করছে। সন্ধ্যায় হিমেল হাওয়ার সঙ্গে কমছে রাতের তাপমাত্রা। যেটা থাকছে সকালের সূর্য উঠার আগ পর্যন্ত। সকাল বেলা ঘন কুয়াশায় ঢাকা থাকে এ অঞ্চলের প্রকৃতি।
চা বাগান পরিবেষ্টিত শ্রীমঙ্গলে গত কয়েক দিন ধরেই রাত বাড়ার সাথে সাথেই শুরু হয় কুয়াশা পড়া যা থাকে সকালের সূর্য উঠার আগ পর্যন্ত। শনিবার সকাল ৭টা পর্যন্ত শহর ও এর আশপাশে কুয়াশার এমন চিত্র দেখা গেছে। শনিবার ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় রিকশাচালক তাজুল ইসলামের সঙ্গে কথা হয়। এসময় তাজুল বলেন, ‘এবার মনে হচ্ছে আগে-ভাগেই শীত পড়তে শুরু করেছে। শীতের অবস্থা দেখে মনে হচ্ছে এবার শীতের তীব্রতা অনেক বেশি হবে। রিকশা চালিয়ে খেতে হয়, তাই সঙ্গে গরম কাপড় রেখেছি।’
শহরের স্টেশন রোডের চা ব্যবসায়ী পীযুষ দাস গুপ্ত বলেন, ‘দিনে রোদের তাপ বেশ ভালোই থাকে। সন্ধ্যা হতেই বইতে শুরু করে ঠাণ্ডা হওয়া। রাত ১২টার পর তা আরো বেড়ে যায়। রাতে গরম কাপড় গায়ে দিয়ে ঘুমাতে হয়। সকালে দেখা যায় ঘন কুয়াশা।’
এদিকে লেপ-তোষকের দোকানগুলোতে বাড়ছে মানুষের ভিড়, ফলে শীতের আগেই এসব দোকানিরা ব্যস্ত সময় পার করছেন। আগে ভাগেই শীত নামায় লেপ-তোষকের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল শহরের রিফাত বেডিং হাউসের মালিক জালাল আহমদ।
তিনি বলেন, ‘এবার একটি লেপ বানাতে ১২০০-১৪০০ টাকা করে নেয়া হচ্ছে। সারা দিনে ২০-৩৫টা লেপ সরবরাহ করা হচ্ছে। এছাড়া আগাম ঠান্ডা পড়ায় স্টকে রেডিমেট প্রচুর লেপ-তোশক রাখা হয়েছে ।’
অন্যদিকে শহরের পোস্ট অফিস রোডের এম সাইফুর রহমান মার্কেট ও ফুটপাতের দোকানগুলোয় শীতের কাপড়ের পসরা দেখা গেছে। বিক্রিও মোটামুটি হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন দোকানি।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার হারুনুর রশিদ বলেন, শনিবার সকালে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি। তিনি বলেন, আগামী মাস থেকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে আসবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি