লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তার একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান বৃহস্পতিবার বলেন, “তিনি (মেয়র) চোখ খুলছেন। নিজেই নিজেই নিঃশ্বাস নিতে পারছেন। হি ইজ গেটিং বেটার।।”
মেয়র আনিসুল হকের ছেলে নাভিদ আনিসের বরাত দিয়ে একথা জানান মিজানুর।
এখনও মাঝে-মধ্যে আনিসুল হককে কৃত্রিমভাবে শ্বাস নিতে হওয়ায় আনিসুল হক এখনও আইসিইউতে রয়েছেন।
মিজানুর আশাবাদী, কয়েকদিনের মধ্যে আইসিইউ থেকে বের করা হবে মেয়রকে।
তিনি বলেন, “এরপর পুনর্বাসনের জন্য উনাকে আরেকটা রিহ্যাব হসপিটালে নেওয়া হবে।”
মেয়ের সন্তান হওয়াকে সামনে রেখে গত ২৯ জুলাই লন্ডনে যান আনিসুল হক।
সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। পরে তার সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
আনিসুল হকের পরিবারের ঘনিষ্ঠ একজন সে সময় বলেছিলেন, বেশ কিছুদিন ধরেই মেয়রের মাথা ঘোরার সমস্যা দেখা যাচ্ছিল। কিছুক্ষণ খারাপ লাগার পর আবার ঠিক হয়ে যেত।
ঢাকার চিকিৎসরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরে সিঙ্গাপুরে গেলে সেখানেও চিকিৎসকরা একই কথা বলেছিলেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
বাংলাদেশ সময়ঃ২২৩৫ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস