দ্বিপাক্ষিক আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কে এম বদরুদোজ্জা চৌধুরী বলেছেন, ‘আপনি (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী হিসেবে মিয়ানমারের মাথার উপর থাকা তিন খুঁটি চীন, ভারত ও রাশিয়াকে তাদের অবস্থান থেকে কূটনৈতিক তৎপরতায় নাড়ানোর চেষ্টা করুন। ওই তিন খুঁটি নড়লে মিয়ানমার এমনিতেই দুর্বল হয়ে পড়বে। রোহিঙ্গা সমস্যারও সমাধান সহজ হয়ে যাবে।’
একইসঙ্গে এই তিন মুরুব্বি দেশকে নিজেদের সমর্থনে আনতে পারলে তবেই বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘রোহিঙ্গা সমস্যা : আন্তর্জাতিক কূটনৈতিক ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আদর্শ নাগরিক আন্দোলন এ আলোচনা সভা আয়োজন করে।
বদরুদোজ্জা চৌধুরী বলেন, ‘মিয়ানমার নিযার্তনের এমন দুঃসাহস কই পায়? সরকারকে বুঝতে হবে মিয়ানমার আয়তনে বড় হতে পারে, অর্থনৈতিক অবস্থা খারাপ, সামরিক অবস্থাও বেশি ভালো না। এরপরও এত সাহস পাচ্ছে ওই তিন দেশের জন্য। তারা অস্ত্র দেওয়া বন্ধ করুক, যুদ্ধ জাহাজ দেওয়া বন্ধ করুক, মিয়ানমার দুর্বল হয়ে পড়বে।’
রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আপুনি আপনার সর্ব্বোচ্চ ক্ষমতার ব্যবহার করুন। চীন, ভারত ও রাশিয়ার উচ্চ মহলে ফোন করুন। নিজে চীন, রাশিয়ায় যান। ভারতের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে মিয়ানমার যে অপরাধ করছে তা বলান। এদের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগেই সমস্যার সমাধান সম্ভব।’ জাতীয় ঐক্যের বিষয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘সরকারের সঙ্গে কখনও জাতীয় ঐক্য হবে না। কারণ সরকার জাতীয় ঐক্য চায় না।’
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, জিনাফের সভাপতি লায়ণ মিয়া মো: আনোয়ার ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি