৬৯ কর্মকর্তা-কর্মচারিকে সাজা দিয়েছেন নির্বাচন কমিশন

বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অপরাধে ৬৯ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্তসহ বিভিন্ন ধরনের সাজা দিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) ইসির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মামলা সংক্রান্ত তথ্যের বিবরণ থেকে জানা যায়, শাস্তি পাওয়া ৬৯ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রথম শ্রেণির ২৫ জন, দ্বিতীয় শ্রেণির তিনজন, তৃতীয় শ্রেণির ২৫ জন, চতুর্থ শ্রেণির ১৬ জন রয়েছেন।

কার কেমন শাস্তি-প্রথম শ্রেণির ২৫ জনের মধ্যে কর্মস্থলে অনুপস্থিত ও আর্থিক অনিয়মে জড়িত থাকার অপরাধে কুমিল্লার লালবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং তার বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী এক বছরের জন্য বন্ধ করা দেওয়া হয়েছে।

ফেসবুক মেসেঞ্জারর মাধ্যমে ভিডিও নিয়ে তা ইন্টারনেটে আপলোড করায় ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুলকে ‘তিরস্কার’ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০১৮ অনুসরণ না করে ল্যাপটপ কেনায় এনআইডি অনুবিভাগের (মানব সম্পদ গবেষণা ও উন্নয়ন) উপপরিচালক মো. মোশারফ হোসেনের বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অবৈধ আর্থিক লেনদেনের বিনিময়ে ভুয়া ও জাল মঞ্জুরি আদেশ তৈরির মাধ্যমে শৈলেন্দ্রনাথ মন্ডলকে ১ম, ২য় ও ৩য় টাইম স্কেল দেওয়ায় মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার বার্ষিক বেতন বৃদ্ধি তিন বছরের জন্য স্থগিত করা হয়েছে।

রেজিস্ট্রেশন অফিসার হিসেবে রেজিস্ট্রেশন ফরম ও অনলাইন জন্মসনদ এবং অন্যান্য দলিল যাচাই বাছাই না করে সার্ভারে ডাটা আপলোড করায় ঢাকার সবুজবাগ থানার নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালামের বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্রের ভোটার ফরম, ভোটার ফরম-২ এর সাথে সংযুক্ত দলিল যাচাই বাছাই ছাড়া ৭৯ বছর বয়স্ক একজন নারীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সংক্রান্ত জালিয়াতিতে জড়িত থাকায় ইসির উপসচিব মো. নওয়াবুল ইসলামের বেতন আগামী দুই বছরের জন্য বেতন গ্রেডের নিম্ন ধাপে নামিয়ে দেওয়া হয়েছে।

এনআইডি সংশোধনের ক্ষেত্রে মকছুদা খাতুন এবং আব্দুল ওয়াদুদের ফরম-২ যথাযথভাবে পূরণ না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন সংক্রান্ত দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে তিরস্কার দন্ডাদেশ দেওয়া হয়েছে।

এনআইডি সংশোধনের ক্ষেত্রে তিনজনকে ভোটার তালিকায় বেআইনীভাবে অন্তর্ভূক্তকরণ এবং ৫টি এনআইডির সার্ভার কপিতে বেআইনীভাবে স্বাক্ষর দেওয়ায় কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছামিউল আলমের বেতন আগামী তিন বছরের জন্য অবনমিতকরণ করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় দলিলাদি যাচাই বাছাই ছাড়াই দুই জন ব্যক্তিকে ভোটার তালিকায় বেআইনীভাবে অন্তর্ভুক্ত করায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাশকে সকর্ত করা হয়েছে।

দায়িত্ব পালনে অবহেলা করায় ঢাকার উত্তরা থানা নির্বাচন অফিসার ফাওজুল কবীর খানকে সতর্ক করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতির কারণে ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু তালেবকে সতর্ক করা হয়েছে।

চান্দলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ ভোটের ব্যবধানে বিজয়ী প্রার্থীর সাথে ঘুষ দাবীর অডিও ফাঁস করায় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. বুলবুল আহম্মদের বার্ষিক বেতন বৃদ্ধি চলতি বছর থেকে তিন বছরের জন্য স্থগিত করা হয়েছে।

আইডিয়া প্রকল্পের জনবল নিয়োগের বিষয়ে ৫টি প্যাকেজে কাজ পাইয়ে দেবার আশ্বাস ও অবৈধ অর্থ লেনদেন করায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান মো. নাসিমুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে একজন প্রার্থীর নিকট হতে অবৈধ সুবিধা প্রদানের বিনিময়ে টাকা চাওয়া সম্পর্কিত কথোপকথনের একটি অডিও প্রকাশের কারণে কুড়িগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হান্নানকে সতর্ক করা হয়েছে।

এনআইডি সেবায় অনিয়ম ও অফিসের কাজে অসহযোগিতা ও অকথ্য ভাষা আক্রমণমূলক আচরণের জন্য মাগুরা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। কাটাছেড়া ‘ড’ ফরম পরীক্ষা নিরীক্ষা না করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় নড়াইল জেলার কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমারকে সতর্ক করা হয়েছে।

সেবা প্রার্থীর নিকট হতে অবৈধ অর্থ গ্রহণের ভিডিও ফেসবুকে প্রচারিত হওয়ায় বান্দরবানের লামা উপজেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলামের বেতন গ্রেড স্থায়ীভাবে অবনমিত করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল যাচাই বাছাই ছাড়া প্রত্যয়ন প্রদান ও গেজেট প্রকাশের কারণে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আজমকে সতর্ক করা হয়েছে।

ল্যাপটপ চুরি হওয়ায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসানকে সতর্ক করা হয়েছে। বদলীর আবেদনে একজন মন্ত্রীর স্বাক্ষর জাল করে সুপারিশ করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদারকে তিরস্কার দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সঙ্গে অসাদচরণ করার দোষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা আলিমুল রাজীর এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে অর্থ আদায় করায় মো. কামরুল ইসলামের বেতন নিম্নতর গ্রেডে নামিয়ে দিয়ে ও সাত বছরের জন্য পদোন্নতি স্থগিত করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বেতন নিম্নতর গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে অনেকের বেতন বৃদ্ধি বিভিন্ন মেয়াদে স্থগিত এবং অনেকের বেতন নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।