সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে বর্তমানে এক হাজার ৩৫০টি বাস রয়েছে। বহরে বিলাসবহুল বাস সংযুক্ত হলে চাহিদা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় বিলাসবহুল বাস পরিচালনা করা হবে।
পরিবহন মন্ত্রী আজ রবিবার (২৯ জানুয়ারি) সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সড়ক এই তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।