নির্বাচনের আগেই সব প্রকল্প শেষ করার নির্দেশ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সারাদেশে ১৭০০ প্রকল্প রয়েছে। এসব প্রকল্প যাতে নির্বাচনের আগেই শেষ করা যায়, সে ব্যাপারে তৎপর থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডিসিদের ভূমিকা আছে। সেগুলো পালন করতে হবে। তিনি আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনের শেষ দিনে এ নির্দেশনা দেন।

তিনি বলেন, সাধারণ মানুষ কাজের জন্য যেসব সরকারি প্রতিষ্ঠানে যায়। সেখানে যাতে মানুষ হয়রানি না হন, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জনমুখী জনপ্রশাসন হওয়ার জন্য ডিসিদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ জেলা প্রশাসকদের ২৫টি নির্দেশনা বাস্তবায়নে তাগিদ দেন তিনি।